বন সুরক্ষায় ‘তহ্জিংডং’ পেল পরিবেশ অস্কার অ্যাওয়ার্ড

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ২১:৪৪
অ- অ+

পরিবেশ ও বন সুরক্ষা অবদানের জন্য বান্দরবানে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘তহ্জিংডং’ পেয়েছে পরিবেশের অস্কার হিসেবে খ্যাত ‘এনার্জি গ্লোব পুরস্কার’।

অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ১৭ র্মাচ তহ্জিংডংয়ের সাবেক নির্বাহী পরিচালক অংশৈসিং মারমার আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার গ্রহণ করে।

সোমবার সকালে তহ্জিংডং এর পক্ষ থেকে স্থানীয় একটি রিসোর্টে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সংগঠনের কর্মকর্তারা।

তহ্জিংডং-এর নির্বাহী পরিচালক চিংসিংপ্রুর মারমার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করে সংগঠনের চেয়ারম্যান মংথোয়াই অং।

এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশে^র ১৭৮টি দেশের মধ্যে ২০০০ এর অধিক সরকারি-বেসরকারি সংস্থার অংশগ্রহণ করে। পরিবেশ ও বন সুরক্ষায় বান্দরবানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘তহ্জিংডং’ আর্থ ক্যাটাগরিতে ‘এনার্জি গ্লোব এওয়ার্ড’ পুরস্কারটি অর্জন করে।

পুরস্কারটি গত বছরের ১০ নভেম্বর মরক্কোতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ঘোষণা করা হয়। পরে ১৭ মার্চ অষ্ট্রিয়ার রাজনধানী ভিয়েনায় তংজিংডংয়ের কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভবে তুলে দেওয়া হয় এ পুরস্কার।

(ঢাকাটাইমস/২৭মার্চ/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
BUBT Bids Farewell to Lecturer Arifa Akther as She Embarks on PhD Journey in the USA
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা