আজ থেকে হজযাত্রীদের নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০১৭, ০৮:১৯
অ- অ+

হজ প্যাকেজ ২০১৭ অনুযায়ী হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি হজযাত্রীদের প্রাক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।

যারা সরকারি ব্যবস্থাপনা পবিত্র হজ পালন করতে চান তাদেরকে সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখায় নির্ধারিত টাকা জমা দিতে বলা হয়েছে।

হজ প্যাকেজ-১ এবং হজ প্যাকেজ-২-এর আওতাধীন হজযাত্রীদের যথাক্রমে তিন লাখ ৫৩ হাজার ৫০৮ টাকা এবং দুই লাখ ৯১ হাজার ৩৫৫ টাকা ঢাকায় সোনালী ব্যাংক লিমিটেডের মতিঝিলস্থ স্থানীয় শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিসাব নম্বর- ০০০২৩৩০০৯০৮-এ জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।

ই-হজ ব্যবস্থাপনার সমন্বয়ের স্বার্থে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিজ নিজ পাসপোর্ট স্ক্যান করে তাদের রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে বলা হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জন।

(ঢাকাটাইমস/২৮মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা