মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০১৭, ১৪:২৭
অ- অ+

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার আলাকপুর গ্রামে প্রেমের প্রস্তাব দেয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন মারা গেছেন। আহত হয়েছেন ১৫ জন।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার সময় আলাকপুর গ্রামের ধনাই মিয়ার ছেলে মাঞ্জু মিয়া (৩৫) মসজিদের পুকুরে গোসল করতে যান। এ সময় পুকুরের ঘাটলায় বসা একই গ্রামের বেনু মিয়ার ছেলে সাব্বির জনৈক স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। এতে মাঞ্জু মিয়া প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হন।

আহতদের মাধবপুর ও ব্রাহ্মনবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাঞ্জু মিয়ার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়। ঢাকা যাওয়ার পথে রাত প্রায় সাড়ে ১১টার দিকে মাঞ্জু মিয়া মারা যায়।

লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা