রামগড়ে পাহাড় কাটায় জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০১৭, ১৫:৫৪
অ- অ+

খাগড়াছড়ির রামগড় পৌরসভার বৈদ্যটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সময় শুক্রবার বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত মো. রুবেল নামে এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

মো. রুবেল চৌধুরীপাড়া গ্রামের মো. এনাম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ট্রাক্টর দিয়ে পাহাড় কাটার অভিযোগ দীর্ঘদিনের।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই সময় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফ উদ্দিন সঙ্গে ছিলেন।

ইউএনও জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও জানান, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারকারী মো. রুবেলের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৫মে/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা