সড়ক দুর্ঘটনায় রৌমারী প্রেসক্লাবের সভাপতি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০১৭, ২১:০৮
অ- অ+

সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু নিহত হয়েছেন।

রবিবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কের রসুলপুর এলাকায় চুনিয়ারপাড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক রাজু আহমেদ স্ত্রী সন্তান নিয়ে মোটর সাইকেল যোগে কুড়িগ্রাম থেকে রৌমারী ফিরছিলেন। এসময় উলিপুর উপজেলার চুনিয়ার পাড় এলাকায় পেছন দিক থেকে গরু বোঝাই একটি ভটভটি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। তবে তার স্ত্রী-সন্তান সুস্থ আছেন বলে জানা গেছে।

চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সুভাশ চন্দ্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

রৌমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু (৪৬) ইংরেজি দৈনিক ট্রাইবুনাল ও দৈনিক বর্তমান এর উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি রৌমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহত সাংবাদিক আব্দুর রাজ্জাকের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ এস কে আবু সাঈদ ঘটনার সত্যাতা স্বীকার করেছেন।

এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন, রৌমারী প্রেসক্লাব, চিলমারী প্রেসক্লাব, উলিপুর প্রেসক্লাব, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ সাংবাদিক, আওয়ামী লীগ ও বিএনপি নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/০৭মে/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা