বিচার বিভাগকে করায়ত্ত করতে চাচ্ছে আ.লীগ: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০১৭, ২১:১৭ | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ২০:২৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার সবকিছুকে নিজের করায়ত্ত করে নিতে চায়। যে বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা লড়াই ও সংগ্রাম করেছি, যে বিচার বিভাগের স্বাধীনতার কথা আওয়ামী লীগ তার ম্যানুফেস্টুতে বারবার বলেছে, আজ সেই বিচার বিভাগকে তারা এখন তাদের করায়ত্ত করে নিতে চাচ্ছে।’

বুধবার ঠাকুরগাঁও জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ প্রশাসনকে করায়ত্ত করেছে, তারা পার্লামেন্টে গৃহপালিত বিরোধী দল তৈরি করে সেখানে বসিয়ে দিয়েছে তাদের নিজস্ব লোকজনকে। এভাবেই আওয়ামী লীগ গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসনব্যবস্থার দিকে ঠেলে দিতে চাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দলকে আরও সুসংগঠিত করতে হবে। পদ পদবি নয়, আজকে দেশের স্বাধীনতা রক্ষা ও জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহসাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও পৌর মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মির্জা ফয়সল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান।

পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমানকে সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমীনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী 

সত্য বললে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী

টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংকের অবস্থা খুবই করুণ: অলি

এই বিভাগের সব খবর

শিরোনাম :