কুমিল্লায় বাজারে আগুন, তালাবদ্ধ দোকানে শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০১৭, ১০:২৫| আপডেট : ০৩ জুন ২০১৭, ১৪:০৪
অ- অ+

কুমিল্লায় একটি বাজারে লাগা আগুনে তালাবদ্ধ দোকানে থাকা এক শিশু মারা গেছে। এছাড়া আগুনে অন্তত দেড় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ত্রিশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শুক্রবার মধ্যরাতে জেলার বুড়িচং উপজেলার কংশনগর কাপড়ের বাজারে এ আগুন লাগে।

বারো বছর বয়সী শিশু নিহত নাজমুল ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তারা মিয়ার ছেলে। সে ওই বাজারের কাপড় ব্যবসায়ী আলী আহাম্মদের দোকান কর্মচারী ছিল।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বাজারের ব্যবসায়ী আলী আহাম্মদের কাপড় দোকান থেকে রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আলী আহাম্মদের দোকান কর্মচারী নাজমুল তালাবদ্ধ দোকানে আটকা পড়ে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার জানান, কয়েলের আগুন থেকে ওই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৩জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সংঘর্ষে দুজন নিহত
গোপালগঞ্জে কারফিউ জারি, চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত
কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা