দিনাজপুরে তিলাই নদীর বাঁশের বাইপাস এখন মরণ ফাঁদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০১৭, ১৬:২০
অ- অ+

দিনাজপুরের পার্বতীপুরে তিলাই নদীর উপর বাঁশের তৈরি বাইপাস সড়কটি পরিণত হয়েছে মরণ ফাঁদে।

পৌরসভার রেয়াজনগর এলাকার তিলাই নদীর উপরের পুরাতন ব্রিজটি ভেঙে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নতুন ব্রিজ নির্মাণের জন্য দুই মাস আগে কাজ শুরু করে পার্বতীপুর এলজিইডি। জনসাধারণের চলাচলের সুবিধার্থে ব্রিজের উত্তর পার্শ্বে লোক দেখানোভাবে নদীতে মাটি ফেলে তৈরি করে বাইপাস সড়ক। বৃষ্টির পানি বেড়ে যাওয়ায় কয়েক দিন পর গত ২ মার্চ বৃহস্পতিবার ভেঙে পড়ে মাটির তৈরি বাইপাস সড়কটি। এতে চরম দুর্ভোগে পড়ে প্রায় ৫০টি গ্রামের মানুষ। পরে একই স্থানে তৈরি করা হয় বাঁশের তৈরি বাইপাস সড়ক। প্রতিদিন কয়েক হাজার মানুষ, সাইকেল, ভ্যান, মোটর সাইকেল, ইজিবাইক বাইপাস সড়ক দিয়ে শহরের পথে যাতায়াত করায় বর্তমানে সৃষ্টি হয়েছে বেহাল দশার। বাইপাসের বিভিন্ন স্থানে বাঁশ ভেঙে যাওয়ায় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যেকোনো সময় বড়ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে।

এলাকাবাসী বলেন, আগামী বর্ষা মৌসুমের আগে ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন না হলে শহরের সাথে আমাদের ৫০টি গ্রামের হাজার হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এলাকাবাসীর দাবি আগামী বর্ষাকালের আগেই এই ব্রিজটির কাজ যেন সম্পন্ন হয়।

(ঢাকাটাইমস/০৬জুন/এসএএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা