চাঁদপুরে পুলিশের অভিযানে ১২ মোটরসাইকেল আটক

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০১৭, ১৭:২৩
অ- অ+

আসন্ন ঈদকে সামনে রেখে চাঁদপুরে বিশেষ অভিযানে ১২টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। আটটি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার সামছুন্নাহারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) আফজাল হোসেনের নেতৃত্বে ওয়ালেস মোড়ে সোমবার রাতে দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। রাতে ওয়ালেস মোড়ে একদল পুলিশ শুধু মোটর সাইকেলের গতিরোধ করে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে। এ সময় ১২টি গাড়ির কোনো রেজিস্ট্রেশন না থাকায় আটক (জব্দ) করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। আর বাকি গাড়ির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে আটটি মোটরসাইকেলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়।

সার্জেন্ট নূরে-আলম জানান, রেজিস্ট্রেশনবিহীন কোনো গাড়ি চাঁদপুরে চলতে দেয়া হবে না। আর মোটরসাইকেলে দুইয়ের অধিক আরোহীকে কোনো ছাড় দেয়া হবে না।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) আফজাল হোসেন জানান, চাঁদপুরবাসীকে একটি সুন্দর ঈদ উপহার দেয়ার জন্য পুলিশ সুপারের নির্দেশে নিয়মিত এ অভিযান পরিচালিত হবে। আসন্ন ঈদে ছিনতাই, চুরি ঠেকাতে ও মলম পার্টির খপ্পর থেকে চাঁদপুরবাসীকে রক্ষা করতে এ অভিযান।

(ঢাকাটাইমস/০৬জুন/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা