গাজীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০১৭, ২১:৩৬
অ- অ+

গাজীপুরে কর্মরত কালের কন্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীমকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সংবাদ প্রকাশের জের ধরে এ হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন শামীম। এ ঘটনায় শনিবার জয়দেবপুর থানায় জিডি করেন ওই সাংবাদিক।

জিডিতে শরীফ আহমেদ শামীম উল্লেখ করেন, গত ৭ জুন দুপুরে মুঠোফোনে নিজেকে সাইফুল ইসলাম পরিচয় দিয়ে এক ব্যক্তি আমাকে আশালীন ভাষায় গালাগাল করে। এক পর্যায়ে ‘তুই তো মরে যাবি, তোকে দেখার আছে’ বলে হত্যার হুমকি দিয়ে লাইন কেটে দেয়। এ ঘটনার পর থেকে কালের কন্ঠের এ প্রতিনিধি আতংকিত এবং প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ৭ জুন (বুধবার) দৈনিক কালের কন্ঠ পত্রিকায় ‘গাজীপুর হাইব্রিড নেতায় ভরপুর!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামকে জড়িয়ে সংবাদ প্রকাশ হয়।

(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিতুমীর কলেজের দুই হলে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই বৈঠক: আলী রীয়াজ
স্থানীয় নির্বাচন আগে দেওয়া মানে রাজনীতিবিদদের অবিশ্বাস করা: রিজভী
প্রশাসনে এখনো সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি: এবি পার্টি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা