ফিলিপাইনি জাহাজের ধাক্কায় মার্কিন রণতরীর সাত সেনা নিখোঁজ
জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রণতরীর সঙ্গে ফিলিপাইনের পতকাবাহী বাণিজ্য জাহাজের সংঘর্ষে সাত মার্কিন নৌসেনা নিখোঁজ ও অন্তত তিনজন আহত হয়েছে।
যে স্থানে সংঘর্ষ হয়েছে সেটি জাহাজ চলাচলের জন্য খুবই ব্যস্ততম এলাকা বলে পরিচিত। মার্কিন রণতরীর নাবিকরা কেন এই সংঘর্ষ এড়াতে ব্যর্থ হলো সেই নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে।
জাপানের কোস্টগার্ড জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরী ইউএসএস ফিটরেজাল্ডে পানি ঢুকে গেলেও এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে নেই। অপরদিকে ঘটনার পর পণ্যবাহী বাণিজ্য জাহাজ এসিএক্স ক্রিস্টাল নিজ শক্তিতে এগিয়ে যায়। আহত তিন নৌসেনার মধ্যে মার্কিন ড্রেস্টয়ারটির কমান্ডিং অফিসার ব্রেইস বেনসনও রয়েছেন। তাদের হেলিকপ্টার যোগে ইয়োকোসুকায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেনসনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
ক্ষতিগ্রস্ত রণতরী ফিটজেরাল্ড ও জাপান কোস্টগার্ড নিখোঁজ নাবিকদের খোঁজে সাগরে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সময় শনিবার ভোররাত আড়াইটার দিকে টোকিও উপসাগরের দক্ষিণে এবং বন্দরনগরী ইয়োকোসুকা থেকে ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউএসএস ফিটজেরাল্ডের স্টারবোর্ড সাইডে পানির উপরে ও নিচে উভয় দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
(ঢাকাটাইমস/১৭জুন/জেএস)