উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হোন: এলজিআরডিমন্ত্রী
দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার সন্ধ্যায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
ইফতারে অংশ নেয়া উপস্থিত লোকজনের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করি। সকলেই দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হই। বিশ্ব দরবারের বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার কাজে অংশ নেই।’
জেলা প্রশাসন আয়োজিত ইফতারপূর্ব আলোচনায় মোশাররফ হোসেন বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদ বা সন্ত্রাসের কোনো স্থান নেই।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাস সংযমের মাস। এই মাস মানুষকে পরিশুদ্ধ করে। এই মাসে ইবাদত বন্দেগি করে মানুষ নিজের ভুল সংশোধন করে। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের চেষ্টা করে।
ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. মোরশেদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, নাজমুল ইসলাম খন্দকার লেভী, চৌধুরী বরকত ইবনে সালাম, সামচুল আলম চৌধুরী প্রমুখ।
এছাড়া ইফতারে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতারা অংশ নেন।
ঢাকাটাইমস/১৭জুন/প্রতিনিধি/এমআর