জামালপুরের সীমান্ত এলাকায় বন্যহাতির তাণ্ডব

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৭, ১৫:২১

ভারতীয় বন্যহাতির দল জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত এলাকায় লোকালয়ে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। হাতির আক্রমণের শিকার হয়ে মহিলাসহ তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় নুরজাহান নামে এক গৃহবধূকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রামবাসীরা জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে ভারতের গভীর অরণ্য থেকে আসার প্রায় ৭০ থেকে ৮০টি হাতি দুই দলে বিভক্ত হয়ে পাহাড়ি জনপদ সাতানীপাড়া গ্রামে প্রবেশ করে। বন্যহাতির দল আমন বীজতলা নষ্ট করার সময গ্রামবাসীরা বাধা দিয়ে ক্ষিপ্ত হাতির দল গ্রামটিতে ব্যাপক তাণ্ডব চালায়। তছনছ করে ১০ থেকে ১২টি বাড়ি। হাতির আক্রমণে নুরজাহান নামে এক গৃহবধূসহ তিনজন আহত হন। বন্যহাতি নুরজাহান বেগমের পা ও হাত ভেঙে দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বকশীগঞ্জ ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীমান্ত এলাকার গ্রামবাসীরা বারবার হাতির আক্রমণের শিকার হয়ে জানমালের ক্ষতির শিকার হলেও প্রশাসন হাতি অনুপ্রবেশ ঠেকাতে জোরালো কোন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ তাদের।

সাতারীপাড়ার গ্রামের বাসিন্দা কামরুজ্জামান ওরফে সফদারসহ গ্রামবাসীদের অভিযোগ, সীমান্ত এলাকায় হাতির আক্রমণ ঠেকাতে সোলার প্যানের স্থাপনের জন্য বারবার অর্থ বরাদ্দ হলেও তা বাস্তবায়ন করে টাকার বিনিময়ে অন্যত্র বসানোর পাশাপাশি আত্মসাতের ঘটনা রয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলার বক্তব্য জানার জন্য মুঠোফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

সীমান্ত এলাকায় সোলার প্যানেল বসিয়ে পাহাড়ি জনপদের মানুষের জানমাল রক্ষায় স্থানীয় প্রশাসন উদ্যোগ নেবেন এমনটাই প্রত্যাশা পাহাড়ি জনপদের মানুষের।

(ঢাকাটাইমস/১৪জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :