আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, ১৫:৩০
অ- অ+

শরীয়তপুর জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি বাবু ফকিরকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পালিয়ে যাওয়া বাবু ফকির (২৫) শরীয়তপুর সদর উপজেলার পূর্ব কোটাপাড়া এলাকার মিয়া চান ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪টায় শরীয়তপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত এজলাসের সামনে থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া রাড়ী কান্দি গ্রামের মৃত আমিন উদ্দিন মাদবরের ছেলে মোহাম্মদ আলী মাদবর হত্যা মামলার আসামি বাবু ফকির। এরপর পুলিশের ২০ থেকে ২৫টি টিম তাকে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা শুরু করে। অভিযানে রাজধানী ঢাকার টিকাটুলি থেকে ভোর রাত ৪টার দিকে বাবু ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, গতকাল আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি বাবু ফকিরকে ভোরে রাজধানী ঢাকার টিকাটুলি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

(ঢাকা টাইমস/২৮এপ্রিল/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
দেশে এক দিনে বজ্রপাতে শিশুসহ ১০ মৃত্যু
জুলাই শহীদকন্যা ধর্ষণ মামলায় পলাতক সেই কিশোর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা