যুব বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২১:১০ | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৭:৩৬

২০১৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি চূড়ান্ত রয়েছে। আগামী বছরের ১৩ জানুয়ারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। শেষ হবে ৩ ফেব্রুয়ারি। এবার তৃতীয়বারের মতো যুব বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে নিউজিল্যান্ড। এর আগে ২০০২ ও ২০১০ সালে তারা যুব বিশ্বকাপের স্বাগতিক ছিল।

এই টুর্নামেন্টে গ্রুপ ‘সি’তে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ড, নামিবিয়া ও কানাডার। চারটি গ্রুপে মোট ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

চারটি শহরে মোট সাতটি ভেন্যুতে ২২ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। ভেন্যুগুলো হলো হোয়াঙ্গারেই, তৌরাঙ্গা, ক্রাইস্টচার্চ ও কুইন্সটাউন। ‍উদ্বোধীন ম্যাচ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তৌরাঙ্গায়।

২০১৬ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। ওই আসরে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর রানার আপ হয়েছিল ভারত।

২০১৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ

গ্রুপ : ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, কেনিয়া।

গ্রুপ বি: ভারত, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি।

গ্রুপ সি: বাংলাদেশ, ইংল্যান্ড, নামিবিয়া, কানাডা।

গ্রুপ ডি: শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, আয়ারল্যান্ড।

(ঢাকাটাইমস/১৭ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে শিবিরে শুরুতে তাসকিনের আঘাত 

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

এই বিভাগের সব খবর

শিরোনাম :