রাবিতে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৭৭ জন

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৭৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখার উপ রেজিস্ট্রার এ তথ্য নিশ্চিত করেন।

এ এইচ এম আসলাম হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে মোট আবেদন জমা পড়েছে তিন লাখ ১৬ হাজার ১২০ টি। আর মোট আসন সংখ্যা চার হাজার ১১৯ টি। বিশ্ববিদ্যালয়ের এ হিসাবে একটি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবে ৭৭ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক খাদেমুল ইসলাম মোল্যা জানান, অনলাইনে গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল। গতকাল রাত ১২ টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা পড়েছে তিন লাখ ১৬ হাজার ১ ২০ টি। যেখানে কলা অনুষদ (এ ইউনিট) ৯৪১ আসনের বিপরীতে ৩৩ হাজার ৬৮০ জন, আইন অনুষদের (বি ইউনিট) ১৬০ আসনের বিপরীতে ৩১ হাজার ৮৬৯ জন, বিজ্ঞান অনুষদের (সি ইউনিট) ৬৬০ আসনের বিপরীতে ৪৯ হাজার ১৭৪ জন, বিজনেস স্টাডিস অনুষদের (ডি ইউনিট) ৪৭০আসনের বিপরীতে ২২ হাজার ৫২৬ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের (ই ইউনিট) ৭৪৮ আসনের বিপরীতে ৪১ হাজার ২৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের মোট (এফ ইউনিট) ৪৩৬ আসনের বিপরীতে ৩৯ হাজার ৯৩৪ জন, কৃষি অনুষদের (জি ইউনিট) ২১২ আসনের বিপরীতে ২৮ হাজার ৭৮৩ জন, প্রকৌশল অনুষদের (এইচ ইউনিট) ২৭২ আসনের বিপরীতে ৩৯ হাজার ৬২৬ জন এবং চারুকলা অনুষদের (আই ইউনিট) ১২০ আসনের বিপরীতে দুই হাজার ৩১৮ জনের আবেদন জমা পড়েছে।

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ৫০ আসনের বিপরীতে ১৩ হাজার ৬৪২ টি ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৫০ টি আসনের বিপরীতে ১১ হাজার ৬২২টি। তবে অনুষদ অনুযায়ী পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

একাডেমিক শাখা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপকমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। আর ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আগামী ২২ থেকে ২৬ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবির ভূতত্ত্ব বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন

সর্বজনীন পেনশনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির প্রতিবাদে কর্মসূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর নির্দেশ ইসির

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মীকে রড দিয়ে পেটালেন দুই সহকর্মী

গবেষণায় জালিয়াতি ও বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’: থমকে আছে ঢাবি অধ্যাপকের বিচার

কালচারাল র‍্যাগিংয়ের শাস্তি চান রাজনীতির পক্ষে শিক্ষার্থীরা

এবার কুবির আরেক হাউজ টিউটরের পদত্যাগ

ঢাবির সিনেট সদস্য হিসেবে পাঁচ সংসদ সদস্যকে মনোনয়ন

স্থগিত পরীক্ষার বিষয়ে সিআরদের সঙ্গে বসবেন বুয়েট ভিসি

ঢাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :