কালচারাল র‍্যাগিংয়ের শাস্তি চান রাজনীতির পক্ষে শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৪, ২৩:৩৭

সামাজিক অবমাননা ও কালচারাল র‍্যাগিংয়ের প্রেক্ষিতে অভিযোগের তদন্ত করে দোষীদের শাস্তি এবং ক্যাম্পাসে জীবনের নিরাপত্তা চেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উপাচার্য বরাবর লিখিত আবেদন করেছেন ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক রাজনীতি পক্ষে অবস্থানকারী ১৭ জন শিক্ষার্থীদের একটি দল।

সোমবার বুয়েট শহীদ মিনারে সম্মুখ ক্যাম্পাসে রাজনীতির পক্ষে অবস্থানকারীরা এক সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

শিক্ষার্থীদের অভিযোগ তারা অনলাইন ও সরাসরিভাবে হেনস্তা ও অপমানের শিকার এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুঁগছেন।

তাদের বক্তব্য, ‘উপাচার্যকে এ বিষয়ে অবগত করার পরও এখন পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট বা দোষীদের ওপর শাস্তি আরোপ হতে দেখিনি। যার ফলে নিপীড়ন ও সামাজিকভাবে হেনস্তা দিনের পর দিন বেড়েই চলছে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী সাগর বিশ্বাস, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী তানভীর স্বপ্নীল এবং মিশুদত্ত চাঁদ।

লিখিত বক্তব্যে ওই শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‘২০১৩ সালের ৩১ জুলাই সুনামগঞ্জে আটককৃত ২৪ বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে যে মামলা হয়। সেই মামলায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে পরবর্তীতে হেনস্তা ও জবাবদিহি এবং হলের সীট বাতিল ও টার্ম ফাইনাল পরীক্ষা থেকে বহিষ্কারের হুমকি পর্যন্ত দেওয়া হয়।

এছাড়া ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বুয়েট ক্যাম্পাসে এসেছিল এমন বানোয়াট তথ্য রটিয়ে বুয়েটের চলমান ছাত্রদের ফেসবুক গ্রুপে নাম প্রকাশ না করে ভিত্তিহীনভাবে সবার সামনে আমাদেরকে অপরাধী বানিয়ে আমাদের ওপর জাস্টিস শুরু করা হয়।’

এমন অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষার্থীরা বুয়েট উপাচার্যকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা আপনার বরারবর অভিযোগ জমা দিয়েছিলাম। আপনি আমাদেরকে আশ্বাস দিলেও আজ পর্যন্ত আমরা তার কোনোরূপ তদন্ত রিপোর্ট বা দোষীদের ওপর শাস্তি আরোপ হতে দেখিনি। যার ফলে নিপীড়ন ও সামাজিকভাবে আমাদেরকে হেনস্তা করার দিনের পর দিন তারা নতুন নতুন ধরন বের করা হচ্ছে।

তাদের অভিযোগ, বুয়েটের সিসিটিভি ফুটেজে হিজবুত তাহরির ও শিবিরের মতো মৌলবাদী সংগঠনের সক্রিয় থাকার সত্যতা রয়েছে।

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপাচার্যের কাছে আহ্বান জানিয়ে ওই শিক্ষার্থীরা বলেন, ‘আমরা বুয়েট ক্যাম্পাসে হিজবুত তাহরির ও শিবিরের মতো মৌলবাদী সংগঠন যে সক্রিয় রয়েছে সে বিষয়ে অভিযোগ করেছিলাম। আজকে আমাদের অভিযোগের সত্যতা বুয়েটের সিসিটিভি ফুটেজে এসেছে। সেই সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য আপনার নিকট অনুরোধ জানাই।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘তারা বুয়েটের নাকি বাইরের সেটা নিয়ে আমরা সন্দিহান। যদি তারা বুয়েটের বাইরের হয় তবে তারা কীভাবে বুয়েটের অভ্যন্তরে প্রবেশ করলো। আর যদি বুয়েটের হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিচয় উল্লেখ করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক।’

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, টাঙ্গুয়ার হাওরে যারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে সংযুক্ত থাকার মামলার আসামি তাদের সঙ্গে একই ক্যাম্পাসে একসঙ্গে থাকাটা আমাদের জীবনের জন্য হুমকি।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এসকে/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :