গজারিয়ায় দুই বিএনপি নেতার আ.লীগে যোগদান

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৭, ২১:৪০

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার স্থানীয় দুইজন বিএনপি নেতা আওয়ামী লীগে যোগদান করেছেন। তারা হলেন- গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আসাদুজ্জামান জামান এবং টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম সালাহউদ্দিন মাস্টার।

বৃহস্পতিবার গজারিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস এমপির হাতে হাত রেখে তারা বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেয়া হয়।

দুই বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন উভয় দলের নেতাকর্মীরা।

গজারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসহাক আলী জানান, বিএনপি একটি বড় দল, এখানে অনেক নেতাকর্মী আসবে যাবে- এটা স্বাভাবিক। আসাদ্জ্জুামান ও এস.এম সালাউদ্দিন মাস্টার দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সাথে সখ্য রেখে চলছিলেন, তাদের দ্বারা দলের ক্রান্তিকালে কোন লাভ হয়নি আর তারা চলে যাওয়াতেও দলের বিশেষ কোন ক্ষতি হবে না।

টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি শাজাহান খান তার প্রতিক্রিয়ায় জানান, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে আসাদুজ্জামান ছিলেন গজারিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি। সে সময় ভাটেরচর মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত কেএম সামসুল হুদাকে অপমাণ অপদস্থ করেন এই আসাদুজ্জামান এবং তৎকালীন যুবলীগ নেতা সালাউদ্দিন সেলিম ও আমাকে আক্রমণ করলে প্রাণ নিয়ে পালিয়ে যেতে সমর্থ হই।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :