হার্টের পেসমেকার ও ভাল্বের দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৯

হৃদযন্ত্রের চিকিৎসায় ব্যবহৃত ভাল্ব ও পেসমেকারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ‘হার্ট ভাল্ব’সর্বনিম্ন ৫৫ হাজার টাকা এবং সর্বোচ্চ আড়াই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পেসমেকারের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৬৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা।

সোমবার অধিদপ্তরে ওই মূল্য তালিকা তুলে ধরেন অধিদপ্তরের কর্মকর্তারা।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান জানান, এখন থেকে প্রতিটি হাসপাতালে নির্ধারিত এই মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। কোনোভাবেই এই তালিকার চেয়ে বেশি মূল্য নিতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক বাজারে দাম উঠা নামা করলে পুনরায় দাম নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

নতুন তালিকা অনুযায়ী, ভাল্বের দাম আগের চেয়ে সাড়ে চার হাজার থেকে ২৬ হাজার টাকা পর্যন্ত কমেছে। এ ছাড়া পেসমেকারের দাম আগের চেয়ে কমেছে পাঁচ হাজার থেকে চার লাখ সাত হাজার টাকার মতো।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। তারপর বলেছি তা প্রিন্ট করতে হবে। আমরা এটা সুপারভাইজ করব। আমরা মনিটর করব হাসপাতালে গিয়ে যে এটা (দাম নির্ধারণের তালিকা) লাগানো হয়েছে কি না, তা অনুসরণ করা হচ্ছে কি না?’

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

বিএমডিসি ছাড়া ‘ভুল চিকিৎসা’ বলার অধিকার কারো নেই: স্বাস্থ্যমন্ত্রী 

নারী মাদকসেবীদের চিকিৎসায় দশ বছরে আহ্ছানিয়া মিশন

সুস্থ আছেন জোড়া মাথা আলাদা করা দুই শিশু: স্বাস্থ্যমন্ত্রী

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করব না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এই বিভাগের সব খবর

শিরোনাম :