বেতন কমানোর দাবি কানাডার চিকিৎসকদের!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৮, ১৫:৪৮

চাকরিতে বেতন ও সম্মান বাড়ুক কে না চায়। তবে কানাডার চিকিৎসকদের একাংশ নিজেদের বেতন বাড়ানোর পরিবর্তে ওই অর্থে আরো বেশি করে সেবিকা ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে আবেদন করেছে দেশটির সরকারের কাছে। এ দাবির সমর্থনে তারা দেশটির চিকিৎসক ও চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের সাক্ষরও সংগ্রহ করছে।

জানুয়ারি মাসে বেতন বৃদ্ধির দাবিতে সরকারের সঙ্গে বৈঠক করেছিলেন চিকিৎসকদের একটি দল। তাদের দাবির প্রেক্ষিতে কানাডা সরকার চলতি মাসে চিকিৎসকদের বেতন ১.৪ শতাংশ বাড়িয়ে দেয়। আর এতেই ক্ষুব্ধ হন চিকিৎসকদের একাংশ। তাদের দাবি চিকিৎসকদের বেতন না বাড়িয়ে ওই অর্থে আরো বেশি করে সেবিকা ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়াসহ স্বাস্থ্য পরিষেবায় ব্যয় করা হোক।

চিকিৎসকদের একাংশের দাবি, ‘হাসপাতালের নার্স, কর্মচারী থেকে অন্য স্বাস্থ্যকর্মীরা খুব কঠিন পরিস্থিতিতে কাজ করেন। তাছাড়া সাধারণ মানুষের কাছেও স্বাস্থ্য পরিষেবা ইদানীং ব্যয়বহুল হয়ে পড়েছে। তার মধ্যে এ ভাবে চিকিৎসকদের বেতন আরও বাড়িয়ে দেয়ার যুক্তি নেই।

এই পরিস্থিতিতে চিকিৎসকরা তাদের বেতন কমানোই একমাত্র উপায় বলে সরকারকে জানাচ্ছে। এ নিয়ে সরকারের কাছে একটি আবেদনপত্রে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল পড়ুয়া মিলিয়ে মোট সাতশো জন সই করেছেন।

সরকারি নির্দেশ অনুযায়ী, কানাডার ১০ হাজার চিকিৎসকের ১.৪ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে। তাতে তাদের বেতন দিতে গিয়ে বছরে মোট সরকারি খরচ বেড়ে দাঁড়িয়েছে ৪৭০ কোটি ডলার থেকে ৫৪০ কোটি ডলার।

কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এক-এক জনের মাইনে গড়ে ২ লক্ষ ৬০ হাজার ডলার।

কাসাডার মন্ত্রী গেইতান ব্যারেট বলেন, চিকিৎসকরা যদি বিষয়টা মেনে নেন, সরকারের কোনও আপত্তি নেই। কিন্তু খুব অল্প সংখ্যক চিকিৎসক এই সিদ্ধান্তে রাজি।

যতোক্ষণ না সংখ্যাগরিষ্ঠ চিকিৎসক বেতন বৃদ্ধির বিরোধিতা করছেন, সরকারের কিছু করার নেই বলেও মন্তব্য করেছেন এই মন্ত্রী।

(ঢাকাটাইমস/১০মার্চ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

অস্ট্রেলিয়াজুড়েও বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ, সংযত ভূমিকায় পুলিশ

নাইজারে মার্কিন ঘাঁটিতে রুশ সেনাদের অবস্থান

যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ২২০০ জন গ্রেপ্তার

পাকিস্তানের প্রথম চন্দ্রাভিযান শুরু, স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

ব্রাজিলে ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ 

গাজা পুনর্গঠনে সময় লাগবে কয়েক দশক, খরচ ৪০ বিলিয়ন ডলার: জাতিসংঘ

পাকিস্তানের কারাকোরাম হাইওয়েতে বাস উল্টে নিহত ২০, আহত ২১

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, যা বললেন বাইডেন

শ্লীলতাহানির অভিযোগ: গ্রেপ্তার ঠেকাতে রাজভবনে পুলিশ প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন রাজ্যপাল

গাজায় ‘মানবিক ট্র্যাজেডি’: ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো তুরস্ক

এই বিভাগের সব খবর

শিরোনাম :