দ্বিতীয় দিন টস হেরে ব্যাট করছে ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৬:৩৪ | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৮, ১৬:৩২

লন্ডনের লর্ডসে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। বৃষ্টির কারণে বুধবার একটি বলও মাঠে গড়ায়নি। ম্যাচের দ্বিতীয় দিন শুক্রবার সকালে টস হেরে ব্যাট করতে নেমেছে সফরকারী ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ১১ রান। সাজঘরে ফিরেছেন ‍মুরালি বিজয় ও লোকেশ রাহুল।

এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ইংল্যান্ডের ২০ বছর বয়সী ক্রিকেটার ওলি পোপের। বেন স্টোকসের পরিবর্তে একাদশে ঢুকেছেন ক্রিস ওয়েকস। ভারত একাদশে শিখর ধাওয়ানের পরিবর্তে একাদশে ঢুকেছেন চেতেশ্বর পূজারা। উমেশ যাদবের পরিবর্তে একাদশে ঢুকেছেন কুলদীপ যাদব।

সিরিজে ইংল্যান্ড এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচে তারা ৩১ রানে জয় পেয়েছিল। নটিংহামে আগামী ১৮ আগস্ট শুরু হবে সিরিজের তৃতীয় ম্যাচ। সাউদাম্পটনে ৩০ আগস্ট শুরু হবে সিরিজের চতুর্থ ম্যাচ। লন্ডনে ৭ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের শেষ ম্যাচ।

ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা।

ইংল্যান্ড একাদশ: অ্যালেস্টার কুক, কিটন জেনিংস, জো রুট (অধিনায়ক), ওলি পোপ, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ক্রিস ওয়েকস, জস বাটলার, স্যাম কুররান, আদিল রশীদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

(ঢাকাটাইমস/১০ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :