ভারতের ৩২৯ রানের জবাবে ইংল্যান্ড ১৬১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৮, ২১:৩৬
পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে ধস নামান পেসার হার্দিক পান্ডিয়া

প্রথম ও দ্বিতীয় টেস্টে হারের পর ট্রেন্টবিজে তৃতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াল ভারত। ভালো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিং করল কোহলির দল। প্রথম ইনিংসে ৩২৯ রান করার পর বোলিংয়ে স্বাগতিক ইংল্যান্ডকে ১৬১ মাত্র রানে অলআউট করে ট্রেন্টব্রিজে জয়ের স্বপ্ন দেখছে ভারত। প্রথম ইনিংসে ১৬৮ রানে এগিয়ে কোহলির দল।

বল হাতে আগুন ঝরালেন ভারতীয় পেসাররা। বিশেষ করে হার্দিক পাণ্ডিয়া। মাত্র ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। ৩২ রানে ২ উইকেট পান ইশান্ত শর্মা। এছাড়া বুমরা ৩৭ রানে নেন ২ উইকেট।

ইংল্যান্ডের পক্ষে বাটলার সর্বোচ্চ ৩৯ রান করেন। অ্যালিস্টার কুক করেন ২৯ রান। এরআগে সকালে ৩২৯ রানে থেমে যায় ভারতের প্রথম ইনিংস।

বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের জন্য আধ ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল ম্যাচ। কিন্তু ভারতের ইনিংস আট ওভারও টিকেনি। ৬ উইকেটে ৩০৭ রানে শুরু করা ভারতের শেষ ৪ উইকেট পড়ে মাত্র ২২ রানে। জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড তিনটি করে উইকেট নেন। এদিন দু’জনে ভাগ করে নিলেন চার উইকেট।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :