শ্রীপুরে টিনের চালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৪ | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫২

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নুরজাহান (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে নিজ বাড়িতে টিনের চালে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতাল থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত গৃহবধূ বহেরারচালা গ্রামের আব্দুস সাহিদের স্ত্রী।

নিহতের স্বামী আব্দুস সাহিদ জানান, তাদের বাড়ির টিনের চালের ওপর দিয়ে বিদ্যুতের সংযোগ ছিল। কোনো এক সময় বিদ্যুতের তারের মাধ্যমে ঘরের চালের টিন বিদ্যুতায়িত হয়। তার স্ত্রী নুরজাহান সকালে মইয়ের সাহায্যে একটি কাজে টিনের চালে ওঠার চেষ্টা করে বিদ্যুৎপৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতাল সেখান থেকে গাজীপুর নেয়ার পথে তার মৃত্যু হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভুষন দাস জানান, হাসপাতালে আনার আগেই গৃহবধূর মৃত্যু হয়েছে।

ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :