শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে পাকিস্তান প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৫ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৩

ক্ষমতায় এসে পাকিস্তানকে বদলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইমরান খান। সে অনুযায়ী তিনি বিলাসবহুল সরকারি বাসভবনে না থেকে সেটিকে শিক্ষাপ্রতিষ্ঠানে রুপান্তর করার কথা জানিয়েছিলেন। ইমরান খানের সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেশের শীর্ষস্থানীয় স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরিত হচ্ছে দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানে রুপান্তর করা হবে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী এস মাহমুদ।

শিক্ষামন্ত্রী এস মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনকে দেশের শীর্ষস্থানীয় স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। জনগণের অর্থে সরকারি খরচ কমাতেই এই সিদ্ধান্ত।

এছাড়াও লাহোরে গভর্নরের হাউসকে জাদুঘর ও আর্ট গ্যালারিতে পরিণত করা হবে। পাঞ্জাব হাউসকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এক নতুন পাকিস্তান গঠনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন ইমরান। শুরুতে কয়েকটি কাজ করে আলোচনা সমালোচনারও জন্ম দিয়েছেন। তবে বাস্তবে পাকিস্তানকে বদলাতে হলে বহু বাধার মুখে পড়তে হবে দেশটির সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :