মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৩
অ- অ+

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মানবতাবিরোধী মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি আনিছ মিয়া (৮০) মারা গেছেন।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মরদেহ গ্রামের বাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিমভাগে আনা হলে তা জানাজানি হয়।

পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামসূন নূর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক অবস্থায় আনিছ মিয়া কোথায় মারা গেছেন তা আমরা সঠিক জানি না, পরিবারও কিছু বলেনি। তবে আজ সোমবার সকালে সিলেটের অজ্ঞাত স্থানে তার মৃত্যু হলে পরিবার তা গোপন রাখে। শুনেছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক আত্মীয়ের বাসায় ছিলেন তিনি। মরদেহ গ্রামে আনা হচ্ছে শুনে আমরা পুলিশকে অবগত করেছি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, আমরা খবর পেয়ে তার গ্রামের বাড়িতে পুলিশ পাঠিয়েছি। পুলিশের উপস্থিতিতে দাফন সম্পন্ন করা হবে।

জানা যায়, ২০১৮ সালের ১০ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল রাজনগর উপজেলার মানবতাবিরোধী অপরাধী আনিছ মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা