অবশেষে খাশোগি হত্যার কথা স্বীকার সৌদির

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৮, ০৯:৩৬| আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০৯:৫৮
অ- অ+
সাংবাদিক জামাল খাশোগি

অবশেষে ‘নিখোঁজ’ সাংবাদিক জামাল খাশোগির হত্যার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করল সৌদি আরব। দেশটির প্রধান কৌঁসুলি এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কের ইস্তাম্বুলে কনস্যুলেটের মধ্যেই হত্যা করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, এই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির গোয়েন্দা বিভাগের উপপ্রধান আহমাদ আল-আসসিরি ও ক্রাউন প্রিন্স সালমানের নিরাপত্তারক্ষী সৌদ আল-কাহতানিকে বহিষ্কার করা হয়। খবর বিবিসির।

সৌদি টেলিভিশনে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, সৌদি কনস্যুলেটে দেখা করতে যাওয়া কয়েকজনের সঙ্গে খাশোগির লড়াই হয়। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

গত ২ অক্টোবর একটি কাজে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে যান সৌদি সাংবাদিক জামাল খাশোগি। সেখান থেকে তাকে আর বের হতে দেখা যায়নি। তাকে দূতাবাসের ভেতরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে তুরস্ক।

শুরুতে খাশোগিকে হত্যার কথা অস্বীকার করে সৌদি আরব। তবে আন্তর্জাতিক চাপের মুখে তাকে হত্যার কথা স্বীকার করতে বাধ্য হয়।

এই ঘটনার শুরুতে মার্কিন প্রেসিডেন্ট বেশ চড়াও হলেও বর্তমানে সৌদির পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হচ্ছে সৌদিকে। ঘটনা প্রমাণ না হলে তাদের ওপর দোষ চাপানো ঠিক হবে না।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা