রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৮, ২২:৪৬
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া ও দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন খাদিজা আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর থেকেই স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।

বুধবার সকালে উপজেলার লালমাটিয়া এলাকায় ঘটে এ ঘটনা।

গৃহবধূ খাদিজা আক্তার ময়মনসিংহ জেলার টঙ্গী থানার মদিনাপাড়া এলাকার আব্দুল হান্নানের মেয়ে।

খাদিজা আক্তারের বোন রুমা আক্তার জানান, গত ৭ বছর আগে রূপগঞ্জ উপজেলার লালমাটিয়া এলাকার আমির উদ্দিনের ছেলে সিরাজ মিয়ার সঙ্গে খাদিজা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে জুঁই নামে ৫ বছর বয়সের একটি সন্তান হয়। কয়েক মাস ধরে স্থানীয় ফাতেমা বেগম নামে এক নারীর সঙ্গে সিরাজ মিয়ার পরকীয়া সম্পর্ক হয়। এরপর থেকেই খাদিজাকে তার বাপের বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। এছাড়া স্বামী সিরাজ মিয়া, শাশুড়ি আকলিমা বেগমসহ শ্বশুর বাড়ির লোকজন শারীরিক নির্যাতন করতো। এ কারণে গত গত ৩ মাস আগে খাদিজা তার বাপের বাড়ি চলে যায়। গত দুই দিন আগে খাদিজা ফের স্বামীর বাড়ি লালমাটিয়ায় ফিরে আসে।

পরিবারের দাবি, খাদিজা আক্তারকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছে।

এদিকে, ঘটনার পর থেকেই শিশু জুঁইকে নিয়ে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

খাদিজার নানি লাইলি বেগম বলেন, বেলা ১১টার দিকে তাদের খবর দেয়া হয় খাদিজা মারা গেছে।

এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছেন, খাদিজা আক্তারের স্বামী সিরাজ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে যুব সমাজ ধ্বংস করে ফেলছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সাজাউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত কিছু বলা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা