ফুলপুরে বিদেশি মদসহ গ্রেপ্তার ১

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৮, ১৭:৫৭
অ- অ+

ময়মনসিংহের ফুলপুরে ৭৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের ঠাকুরবাখাই নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মফিজ উদ্দিন। সে ধোবাউড়া উপজেলার কেশিয়াপাড়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ বদরুল আলম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল পৌনে ৮টায় ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের ঠাকুরবাখাই নামক স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় হালুয়াঘাট থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে ৭৭ বোতল মদ জব্দ করা হয়। পরে মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

ওসি মুহাম্মদ বদরুল আলম খাঁন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/০৫ নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
তেহরিক-ই-তালেবান পাকিস্তানে সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা