গানে গানে মাদকের বিরুদ্ধে লড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ০০:০৩

উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ। শিল্পীরা গান গেয়ে মুগ্ধ করলেন দর্শক শ্রোতাদের। আহবান জানালেন মাদকের বিরুদ্ধে লড়ার। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর আয়োজিত কনসার্টে জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের গান উপভোগ করলেন অন্তত আট সহস্রাধিক মানুষ।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিটে অনুষ্ঠিত কনসার্টে দর্শক শ্রোতার সমাগম হতে থাকে বিকেল ৩ টার পর থেকে। অনুষ্ঠান আরম্ভ হয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে।

আয়োজনের মূল পর্বে ব্যান্ড সংগীত শিল্পীরা একে একে গানের আসর জমাতে শুরু করেন। দেশীয় ব্যান্ড দল ‘ব্ল্যাক’, ‘পাওয়ারসার্জ’, ‘ওউন্ড’ ও ‘পার্পল হেইজ’ তরুণ দর্শকদের উদ্দেশ্যে গান পরিবেশন করেন।

গান শুরুর পূর্বে সকলে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন সদ্য প্রয়াত ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে। পার্পল হেইজের ভোকাল নয়ন ইব্রাহিম বলেন, “বাচ্চু ভাইকে মানুষের মাঝে জীবিত রাখবো আমাদের মিউজিক দিয়ে। তার জন্যই আমরা রক মিউজিক করতে পারছি।”

এরপর ‘পার্পল হেইজ’ তাদের দর্শকপ্রিয় গানগুলো মঞ্চে গেয়ে শোনায়। পরবর্তী পর্বে মঞ্চে উঠে ‘ওউন্ড’। ‘ভাবান্তর’, ‘আসক্তি’,‘গর্ভ’- সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করে তারা। ‘পাওয়ার সার্জ’ এর গানও পুরোটা সময় বুদ করে রাখে দর্শকদের। একের পর এক গান পরিবেশন চলছেই, তবু ক্লান্তি নেই দর্শকদের। সকলের মনযোগ কেড়ে নিয়েছে শিল্পীর সুর, সবার আকর্ষণ ছিল মঞ্চের দিকেই। মুগ্ধ দর্শক গানে অভিভূত। গানের তালে মাথা দুলিয়ে, আবার কখনও হাত নাড়িয়ে একাত্ম হন সুরের মূর্ছনায়।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর দুই বছর পূর্তি উপলক্ষে বিজয়ের মাসে আয়োজিত এই কনসার্টের প্রতিটি ক্ষণ যেন উপভোগ্য হয়ে ধরা দেয়।

সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চে উঠে ব্যান্ডদল ব্ল্যাক। ‘আমার পৃথিবী’, ‘উৎসবের পর’- এর মত জনপ্রিয় গানগুলো ছাড়াও ব্যান্ডটি তাদের নতুন অ্যালবামের কয়েকটি গান পরিবেশন করেন। গানে গানে তরুনদের মাদকের বিরুদ্ধে থাকার আহ্বান জানান তারা। ব্ল্যাকের জাদুকরী পারফরমেন্সের মধ্য দিয়ে পর্দা নামে এই আয়োজনের।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এনআই)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

অজ্ঞান করে সর্বস্ব লুট, টার্গেট মধ্যবিত্তরা

বিমানবন্দরের সামনে ফ্লাইওভারে প্রাইভেটকারে হঠাৎ আগুন  

ডেঙ্গুতে একদিনে ৩ নারীর মৃত্যু, সবাই ঢাকা দক্ষিণ সিটির

‘আমেরিকান ওয়েলনেস সেন্টারে’র কার্যক্রম বন্ধ ঘোষণা করল স্বাস্থ্য অধিদপ্তর

খালে বর্জ্য ফেললে আইনি ব্যবস্থা: মেয়র আতিক

ড্রেনের মধ্যে বোতল-চিপসের প্যাকেট: নাগরিকদের সচেতন হতে বললেন তথ্য প্রতিমন্ত্রী

সবাইকে টিকার আওতায় আনতে কার্যক্রম জোরদার করবে ডিএনসিসি

২০১৯-এর তুলনায় ২০২৩ সালে ঢাকায় ডেঙ্গু রোগী ৪২ হাজার কম ছিল: মেয়র তাপস

রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৭ মাদকসেবী ও বিক্রেতা গ্রেপ্তার

ডেমরায় কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যালি ও লিফলেট বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :