জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)

আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৬

জামালপুর প্রতিনিধি
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৮, ১৮:১০
অ- অ+

জামালপুরের মেলান্দহের দুরমুটে বিএনপির প্রার্থীর মাজার জিয়ারাতের জন্য যাওয়ার পথে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন।

বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল অভিযোগ করে বলেন, প্রতীক বরাদ্দের পর তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে দুরমুটের হজরত শাহ কামাল (র.)-এর মাজার জিয়ারত করতে যান। পথে দুরমুট বাজারের কাছে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তিনি।

বিএনপির প্রার্থীর অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান যুবেরী। তিনি বলেন, ‘জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ৪০-৫০টি মোটরসাইকেলের বহর নিয়ে মাজার জিয়াতের নামে মহড়া দিতে এসেছেন। এ সময় তার আমার নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম ইমরান, সাধারণ সম্পাদক হোসেন আলীসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমপক্ষে পাঁচ নেতাকর্মী আহত হয়।’

দুই দলের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মর্জিনা খাতুন জানান, আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা