চিগোজির জোড়া গোলে মোহামেডানের জয়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২১:০৫ | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৯, ২০:৫৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শুভসূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল কিংসলে চিগোজির জোড়া গোলে টিম বিজেএমসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

বিজেএমসিকে সামনে পেলেই যেন জ্বলে ওঠে গত লিগে পঞ্চম হওয়া মোহামেডান। এ নিয়ে সর্বশেষ তিন দেখায় দ্বিতীয়বার বিজেএমসিকে পরাজয়ের স্বাদ দিল তারা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের পঞ্চদশ মিনিটেই এগিয়ে যেতে পারত বিজেএমসি। নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসুর জোরালো শট সরাসরি গোলরক্ষকের কাছে চলে যাওয়ায় তা হয়নি।

৩৪তম মিনিটে এগিয়ে যায় মোহামেডান। ডারবোয়ের বাড়ানো ক্রসে কিংসলের হেড ঠিকানা খুঁজে নেয় বিজেএমসির জালে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে বিজেএমসি। ফ্রি-কিক থেকে গোল করেন উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক।

দ্বিতীয়ার্ধে ১-১ সমতায় চলছিল ম্যাচটা। তবে ৮০তম মিনিটে ক্যামেরুনের ডিফেন্ডার বেইবেক লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বিজেএমসি। একজন বেশি নিয়ে খেলার সুবিধা কাজে লাগায় মোহামেডান। যোগ করা সময়ে বাঁ-দিক থেকে কায়সার আলি রাব্বীর বাড়ানো ক্রসে অধিনায়ক কিংসলের বুলেট গতির হেডে জয় নিশ্চিত হয় তাদের।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র। ২০১২-১৩ মৌসুমে ট্রেবলজয়ী শেখ রাসেল লিগ শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই এবারের মৌসুমে দল গড়েছে। তবে লিগে নিজেদের প্রথম ম্যাচে তাদের পারফরম্যান্স ঠিক মন ভরাতে পারেনি সমর্থকদের। যদিও ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। গোল করেন উজবেক ফরোয়ার্ড আজিজভ। এরপর আর কোনো গোল উপহর দিতে পারেনি শেখ রাসেল। মারুফুল হকের আরামবাগ একটু পরপরই হানা দিচ্ছিল রাসেলের গোলমুখে। তারা লড়াই করেছে সমান তালে। কিন্তু শুরুতে পিছিয়ে পড়া দলটি শত চেষ্টা করেও গোলটি শোধ করতে পারেনি।

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :