ভালোবাসা দিবসে ‘এই শহরে ভালোবাসা নেই’

মুজাহিদুল ইসলাম নাইম
| আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩ | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৯, ১৬:০৬

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নির্মিত হচ্ছে নাটক ‘এই শহরে ভালোবাসা নেই’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় দুই নাট্য তারকা আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী।

এটি সম্পর্কে নির্মাতা মহিদুল ঢাকা টাইমসকে বলেন, ‘নাটকটিতে দুটি প্যারালাল গল্প দেখানো হয়েছে। দুটি গল্পেই নিশো এবং মেহেজাবিন কাজ করেছেন। একটি গল্প পঞ্চাশোর্ধ্ব দুজন স্বামী-স্ত্রীকে ঘিরে। যেখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তাদের ভালোবাসা, একে অপরের প্রতি টান ও স¤পর্কের দৃঢ়তা দেখানো হয়েছে।

‘অন্য গল্পে বিপরীতভাবে তরুণ বয়সের ভালোবাসা দেখানো হয়েছে। যেখানে অতি তুচ্ছ কিছু বিষয় নিয়ে মান-অভিমান, ঝগড়াঝাটি ও বিচ্ছেদ লেগেই থাকে। আশা করছি, নাটকটি প্রচারে আসলে দর্শক পছন্দ করবে।’

‘এই শহরে ভালোবাসা নেই’ একটি ভালবাসার গল্প জানিয়ে আরফান নিশো বলেন, ‘আসলে ভালোবাসা এক চিরন্তন অসীমতা। আমরা প্রতিনিয়ত সেই অসীমতা পরিমাপের চেষ্টা চালিয়ে যাই। এরপর একটি স¤পর্কের মধ্যে দেখা দেয় নানারকম ঘটনা-দুর্ঘটনা। এমনই একটা গল্প দেখান হয়েছে এটিতে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে নাটকটি।’

সম্প্রতি নাটকটির শুটিং শেষ হওয়ার পর স¤পাদনার কাজ চলছে। আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ঢাকা টাইমস/২৪ জানুয়ারি/আরআর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :