আফফান মিতুলের দুই নাটক

মুজাহিদুল ইসলাম নাঈম, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৯, ২০:৫১
অ- অ+

ঢাকাই ছবির নবাগত নায়ক আফফান মিতুল কিছুদিন আগে শেষ করেছেন ‘নিশ্চুপ ভালোবাসা’ সিনেমার শ্যুটিং। এতে সারা জেরিনের বিপরীতে জুটিবদ্ধ হয়েছেন তিনি। বর্তমানে চলছে ‘নিশ্চুপ ভালোবাসা’ সিনেমার সম্পাদনার কাজ।

এর রেশ কাটতে না কাটতেই ২৩ জানুয়ারি শেষ হয়েছে আফফান মিতুলের গল্প ও চিত্রনাট্যে নির্মিত দুইটি এক ঘণ্টা নাটকের শ্যুটিং।

নাটক দুইটি পরিচালনা করেছেন লাইফ গোল্ড মিডিয়ার কর্ণধার আজীম খাঁন।

‘উপহার’ ও ‘বাবার আংটি’ শিরোনামের এই দুইটি নাটকে অভিনয় করেছেন অবিদ রেহান, ইরা শিকদার, তারিক স্বপন, রাজা হাসান, শামীম সরকার, কামরুল বাহার, কাজি উজ্জ্বল, সালেহাসহ আরো অনেকেই।

সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে স্নাতক সম্পন্ন করা আফফান মিতুল অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক লিখছেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নন্দিত নির্মাতা নয়ন মিল্টন নির্মাণ করবেন আফফান মিতুলের লেখা নাটক ‘ভালোবাসার জন্য’।

নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে সৃষ্টি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের জন্য নির্মাণ করা হবে।

গেল ঈদে আফফান মিতুলের লেখা ‘বিশ্বাস অবিশ্বাস’ নাটকটি প্রচার হয়েছিল একটি বেসরকারি টিভি চ্যানেলে।

আফফান মিতুলের লেখা কিছু উল্লেখযোগ্য নাটক হলো- সেলিব্রিটি, নায়ক, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মুক্তি, তুমি মিলেছো মোর প্রাণে মনে, এই আমার শহর, ম্যারেজ মিডিয়া।

এদিকে লেখালেখির পাশাপাশি অভিনয়েও আফফান মিতুল সমান ব্যস্ত সময় পার করছেন। পহেলা মার্চ মুক্তি পাবে সিনেমাহলে তার অভিনীত ‘গন্তব্য’ ছবিটি। আর শিগগির তিনি অভিনয় করবেন আজীম খাঁনের পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দুই মা’তে নায়কের চরিত্রে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মুন্সীগঞ্জে ডিআইজির কল্যাণ সভা ও শহীদ পরিবারকে সম্মাননা
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন আদিল চৌধুরী
তারেক রহমানের সংস্কারের বার্তা নিয়ে জনগণের দুয়ারে কাজী আলাউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা