যে কারণে বাবাকে ছবিতে নেন না সোনম

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৪

বলিউডের স্টার কিডদের অন্যতম অভিনেত্রী সোনম কাপুর। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার। অন্যদের মতো তিনিও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। সোনমের দাবি, বাবার জনপ্রিয়তায় নয়, নিজের চেষ্টা ও দক্ষতায় তিনি বর্তমানের অবস্থানে এসেছেন।

অভিনয়ের পাশাপাশি ছোটবোন রিয়া কাপুরের সঙ্গে মাঝে মধ্যে ছবি প্রযোজনা করেন নায়িকা। ‘আয়েশা’, ‘খুবসুরত’ ও ভিরে দি ওয়েডিং’ ছবিগুলো তাদের প্রযোজনায় তৈরি। কিন্তু কোনো ছবিতেই বাবা অনিল কাপুরকে কাস্ট করেন না দুই মেয়ে। কেন করেন না, সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হয়ে সে কথাই জানিয়েছেন।

সোনম বলেন, ‘আমি আর রিয়া আগে নিজেদের কথা ভাবি। আসলে আমরা ভয় পাই। এ জন্য বাবাকে আমাদের কোনো কাজের সঙ্গে জড়াতে চাই না। কারণ তখন সবাই বলবে, বাবা মেয়েদের ক্যারিয়ার গঠনে সাহায্য করছেন। তাই আমাদের প্রযোজনায় যতগুলো ছবি হয়েছে সবগুলো নিজেদের চেষ্টায় বানিয়েছি।’

বাবা অনিল কাপুর মনে করেন, তার মেয়ে সোনমের মধ্যে একজন পরিচালক লুকিয়ে আছে। এ সম্পর্কে নায়িকা বলেন, ‘আমার মধ্যে পরিচালক সত্তা আছে ঠিকই, তবে আমি অভিনয় করতে ভালোবাসি। মাথায় সব সময় সিনেমার কথা ঘোরে। পরিচালনার কাজ অনেক কঠিন। তার জন্য সময় লাগবে। লেখালেখির জন্য সময় বের করতে হবে, অভিনয় থেকে ছুটি নিতে হবে।’

সম্প্রতি সোনম অভিনয় করেছেন ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ নামের একটি ছবিতে। শেলি চোপড়া ধর পরিচালিত এই ছবিতে তার নায়ক রাজকুমার রাও। যেটি আজ শুক্রবার ভারতজুড়ে মুক্তি পেয়েছে। এখানে সোনমকে দেখা যাবে সমকামী চরিত্রে। বহু আগে থেকে এমন একটি চরিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল নায়িকার। ফিল্মের ভাষায় চরিত্রটি যথেষ্ট সাহসী।

এ সম্পর্কে সোনমের কথা, ‘সাহসটাই সব নয়, চরিত্র বাছাইটাও গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারে সেসব চরিত্র করেছি যেগুলো এন্টারটেইনিং লেগেছে। তাছাড়া আমি ভাগ্যবান। আমার কাছে সব সময় ভালো চরিত্রগুলোই আসে। সাহসের চেয়ে ভাগ্য বেশি কাজ করেছে বলে মনে হয়। সে কারণে ‘ভাগ মিলখা ভাগ’, ‘সঞ্জু’ ও ‘প্যাডম্যান’-এর মতো ছবিগুলোতে কাজ করতে পেরেছি।’

আজ শুক্রবার সারা ভারতে মুক্তি পাওয়া ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’তে সোনমের চরিত্রটির নাম ‘সুইটি’। রক্ষণশীল পাঞ্জাবি পরিবারের মেয়ে সে। আবার প্রথমবারের মতো সমকামী চরিত্রে। যার কারণে ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগে থেকেই আগ্রহ। এখানে তার বাবার চরিত্রে আছেন সত্যিকারের বাবা অনিল কাপুর। আরও আছেন জুহি চাওলা, ব্রিজেন্দ্র কালা, রেজিনা ক্যাসান্দ্রা সহ অনেকে।

ঢাকা টাইমস/১ ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :