‘অগ্রগতির পথে প্রধান বাধা দুর্নীতি ও মাদক’

সিরাজগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৭
অ- অ+

সব দিক থেকে দেশ এগিয়ে যাচ্ছে। আর এই অগ্রগতির পথে দুর্নীতি ও মাদককে প্রধান বাধা হিসেবে দেখছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। সন্ত্রাস ও জঙ্গিবাদও উন্নয়নকে বাধাগ্রস্ত করে বলে মনে করেন তিনি। এজন্য এসবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে সিরাজগঞ্জে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সাংসদ মুন্না। তিনি শহরের হৈমবালা উচ্চ বিদ্যালয়ে শাহীন শিক্ষা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন।

সাংসদ হাবিবে মিল্লাত বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দুুুর্নীতি, মাদক আর সঙ্গে যুক্ত হয়েছে সন্ত্রাস আর জঙ্গিবাদ। আপনারা জানেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে। আর যাদের ওপর এই দায়িত্ব সেই তরুণ সমাজ আজ একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে মাদকে হারিয়ে যাচ্ছে। আর যারা মাদক সেবন করে তাদের ঘৃণা না করে মাদক সেবন থেকে ফিরিয়ে এনে যারা মাদক বিক্রি করে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে।’

জঙ্গিবাদ সম্পর্কে সাংসদ বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মের নামে যারা সন্ত্রাসী কর্মকা- চালায়, আইএসের সঙ্গে যুক্ত হয় তারা ইসলাম ধর্ম সম্পর্কে জানেন না। ইসলামের দোহাই দিয়ে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ বহু মানুষ হত্যা করা হয়েছে। আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি। সেই দেশে এটা চলতে পারে না।’

হাবিবে মিল্লাত বলেন, ‘আমি নিজে দুর্নীতি করি না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমাদেরকেও আজ দুর্নীতি, মাদক বিক্রেতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই জেহাদ ঘোষণা করতে হবে। কারণ তা না হলে তরুণ প্রজন্ম থেকে নতুন নেতৃত্ব বের হবে না। এজন্য পরিবারকে সজাগ থাকতে হবে।’

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামীম আরা, হৈমবালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখার নির্বাহী পরিচালক আব্দুল করিম, পরিচালক নুর ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা