শিক্ষকতা ছেড়ে ইয়াবা ব্যবসায় হাফেজ মান্নান

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৪

চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা চৌমুহনী মোড় থেকে পাঁচ হাজার ৩০০ ইয়াবাসহ আব্দুল মান্নান নামে একজন হাফেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ।

গ্রেপ্তার আব্দুল মান্নান নরসিংদীর সদর উপজেলার মোল্লাবাড়ি এলাকার অহিদ আলীর ছেলে। তিনি নরসিংদী একটি হেফজখানার শিক্ষক ছিলেন বলে জানায় পুলিশ। ইয়াবা পরিবহনের কাজে জড়ানোর পর হেফজখানায় পড়ানো ছেড়ে দেন আব্দুল মান্নান।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ‘আব্দুল মান্নান কোরআনে হাফেজ। নরসিংদী থেকে বাসে করে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌঁছেন তিনি। এক ঘণ্টার মধ্যে আবদুল অহিদ নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেন। ইয়াবাগুলো তিনি ঢাকায় আব্দুল্লাহ নামে আরেক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিল।’

মনিরুল ইসলাম বলেন, ‘ইয়াবাগুলো পৌঁছে দিলে প্রতি হাজারে আব্দুল মান্নান ৪ হাজার টাকা পেতেন বলে পুলিশকে জানিয়েছেন।’

অভাব-অনটন থেকে ইয়াবা পরিবহনের কাজে জড়ান বলে দাবি আব্দুল মান্নানের।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :