আলফাডাঙ্গায় ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১১| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৯
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় স্থাপিত ২৭টি অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে।

শনিবার সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার লোকাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বারাশিয়া নদীর পাড়ে এ উচ্ছেদ অভিযান চলে।

অভিযান পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়।

জয়ন্তী রুপা রায় 'ঢাকাটাইমস'কে জানান, পানি উন্নয়ন বোর্ডের নামে রেকর্ডভুক্ত ১, ২, ৩ ও ৩৫৬ নং দাগের ০. ১৩৫৪ একর জমির ওপর হতে নিজ নিজ স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অবৈধ দখলদাররা জারিকৃত নোটিশ অবমাননা করায় আজ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালমারী প ও র উপ বিভাগীয় প্রকৌশলী এ কে এম জহিরুল হক ও বোয়ালমারী প ও র উপ সহকারী প্রকৌশলী শশাংক কুমার বিশ্বাস, আলফাডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অধীর কুমার গুহ, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মো. সেলিমুজ্জামান খান, আলফাডাঙ্গা থানার এস আই সেলিম মোল্যাসহ সঙ্গীয় ফোর্স।

ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা