নেত্রকোণায় বিয়ের প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

নেত্রকোণা প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০১
অ- অ+

নেত্রকোণার দুর্গাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৫ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

শুক্রবার ভোর ৫টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে তাকে হাজির করে র‌্যাব-১৪।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল গণি মন্টু (৪৫)। তিনি দুর্গাপুর উপজেলার গুজিরকোণা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ধর্ষণের শিকার ওই নারী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন র‌্যাব-১৪ এর উপ-পরিচালক কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ( বিএন) এম শোভন খান।

মামলার বরাত দিয়ে কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ( বিএন) এম শোভন খান জানান, গত বছরের সেপ্টেম্বরে বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন মন্টু।

এর পর থেকে প্রভাবশালী এই নেতা তার লোকজনদের দিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার নামে সময়ক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে ধর্ষণের অভিযোগে গত ১০ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন আইনে মন্টুকে আসামী করে দুর্গাপুর থানায় মামলা করেন ওই নারী। এতে আসামি মন্টু এলাকা ছেড়ে পালিয়ে যান। তথ্যপ্রযুক্তির সাহায্যে তার অবস্থান চিহ্নিত করে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান কোম্পানি অধিনায়ক এম শোভন খান।

ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/ওআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
BUBT Bids Farewell to Lecturer Arifa Akther as She Embarks on PhD Journey in the USA
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা