কমলা রকেটের ঝুলিতে আরও এক অর্জন

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৯ | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৬

গত বছর মুক্তির পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনায় রয়েছে নুর ইমরান মিঠুর 'কমলা রকেট'। এই ছবির জন্যই শ্রীলঙ্কায় 'বেস্ট ডেব্যু ডিরেক্টর' এর পুরস্কার জিতে নিয়েছেন নির্মাতা মিঠু। এবার নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসরে ‘স্পেশাল জুরি' এ্যাওয়ার্ড জিতে নিয়েছে সিনেমাটি।

ফেব্রুয়ারি থেকে কাঠমান্ডুতে বসেছিলো নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসর। পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে দেখানো হয় দেশ বিদেশের বেশকিছু পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে দেখানো হয় নূর ইমরান মিঠু পরিচালিত এই সিনেমাটি। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

এ উৎসবে ফিচার ফিল্মের জন্য উৎসবের সেরা ছবি হিসেবে সিঙ্গাপুরের 'অ্যা ল্যান্ড ইমাজিনড' জিতে নেয় 'গৌতম বৌদ্ধ অ্যাওয়ার্ড'। শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'মাউন্ট এভারেস্ট' পুরস্কার জিতে নেয় সেঁনজুতি তুসির 'মীনালাপ'।

এদিকে চলতি মাসেই ফ্রান্সে অনুষ্ঠিত 'ফেস্টিভাল দ্যু ফিল্ম দ্য এশিয়া' এর ৬ষ্ট আসরে 'কমলা রকেট' প্রধান পুরস্কার 'জুরি প্রাইজ' জিতেছিলো।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের 'মৌলিক' ও 'সাইপ্রাস' নামের দুটি গল্প অবলম্বনে 'কমলা রকেট'-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। এই সিনেমায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছে একটি কমলা রঙের স্টীমারকে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মোশাররফ করিম। এছাড়াও রয়েছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল প্রমুখ।

ঢাকাটাইমস/২৬ ফেব্রুয়ারি/আরআর

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :