মির্জাপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৫
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি শামসুল ইসলাম সহিদ। এ সময় প্রেসক্লাবের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বিদায়ী সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন। পরে মির্জাপুর প্রেসক্লাবের একমাত্র উপদেষ্টা মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

১৬ ফেব্রুয়ারি (শনিবার) বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ঢাকাটাইমস প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও সোহেল মোহসীন শিপনকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি জহিরুল ইসলাম শেলী, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক হারুন অর রশিদ।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সালাহ উদ্দিন আহমেদ, শামসুল ইসলাম সহিদ ও শামীম আল মামুন।

অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন।

কমিটিতে পুনঃমনোনীত সাধারণ সম্পাদক সোহেল মোহসীনের উপস্থাপনায় অভিষেক অনুষ্ঠানে বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা