নজরুল বিশ্ববিদ্যালয়ের সেই চালকের পরিবারের দায়িত্ব নিলেন ভিসি

জাককানইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০১৯, ১৬:৫১

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক সুলতান আহমেদের পরিবারের দায়িত্ব নিয়েছেন উপাচার্য প্রফেসর এএইচএম মোস্তাফিজুর রহমান।

শনিবার চালক সুলতান আহমেদ হঠাৎ স্ট্রোক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মারা যান। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি সুলতান আহমেদের তিন ছেলে-মেয়ের পড়াশোনা ও পরিবারের সার্বিক দায়িত্ব নেয়ার ঘোষণা দেন।

উপাচার্য জানান, সুলতান আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য। তিনি চলে গেছেন আমাদের সবাইকে এভাবে চলে যেতে হবে। তিনি খুব ভালো মানুষ ছিলেন, তার মৃত্যুতে আমরা মর্মাহত। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন- এই দোয়া করি।

(ঢাকাটাইমস/৩মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :