কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে চার প্রার্থী, আলোচনায় ওবায়দুল কাদেরের ভাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ মে ২০২৪, ১৬:৩০

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠেয় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চার প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাম শরীফ চৌধুরী পিপুল আমেরিকা প্রবাসী ওমর আলী।

গত ২ মে মনোনয়ন দাখিলের শেষদিন পর্যন্ত এই চার প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ খালেদ।

তবে চার প্রার্থীর মধ্যে আলোচনায় রয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন। তিনি প্রার্থী হওয়ায় উপজেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড করা শাহাদাত হোসেন এর আগে কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছেন তিনি। ব্যাপক সাড়াও পাচ্ছেন। তবে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলও প্রতিদ্বন্দ্বী হিসেবে ভালো অবস্থানে রয়েছেন। মাঠ চষে বেড়াচ্ছেন তুলনামূলক কম পরিচিত উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাম শরীফ চৌধুরী পিপুলও। অন্যদিকে আমেরিকা প্রবাসী ওমর আলী মনোনয়ন দাখিল করলেও তার কোনো প্রচার প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে না।

বসুরহাট পৌরসভার আবু ছায়েদ নামে এক ভোটার জানান, শাহাদাত প্রার্থী হওয়ায় আমরা আশার আলো দেখছি। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার উন্নয়ন হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

১ নম্বর সিরাজপুর ইউনিয়নের আবুল কাশেম নামে একজন বলেন, শাহাদাত হোসেন মন্ত্রীর ভাই। তিনি নির্বাচিত হলে উন্নয়ন করতে পারবেন ভালো। কঠোর অবস্থান নিতে পারবেন মাদকের বিরুদ্ধে। তাছাড়া তিনি একজন সজ্জন ব্যক্তি।

মুছাপুর ইউনিয়নের সামছুদ্দিন নামে এক ব্যক্তি জানান চার প্রার্থীর মধ্যে শাহাদাত হোসেন মিজানুর রহমান বাদল দুজনই জনপ্রিয়। তাদের যে কেউ জিতলে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি চেয়ারম্যান বলেন, শাহাদাত হোসেন মিজানুর রহমান বাদল উপজেলাজুড়ে ব্যাপক জনপ্রিয়। তাদের যেকোনো একজন নির্বাচিত হলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সবকিছুকে ছাপিয়ে নতুন প্রার্থী হিসেবে আলোচনা কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন সেতুমন্ত্রীর ভাই শাহাদাত হোসেন।

এদিকে চার প্রার্থীর যেই নির্বাচিত হোক, স্থানীয়রা একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের আশা করছেন। এর মাধ্যমে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন।

(ঢাকাটাইমস/০৪মে/পিএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :