দিনাজপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৪, ০৯:০৮
অ- অ+

দিনাজপুরে যাত্রীবাহী মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে মনসুর আলী (৬৫) নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উত্তর গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনসুর আলী দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুর বটতলী এলাকার মৃত শুকুর আলীর ছেলে।

জানা যায়, রাত সাড়ে আটটার দিকে মনসুর আলী বাইসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী যাত্রীবাহী মিনিবাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। মনসুর আলী পড়ে গেলে বাসের চাকা তার মাথার উপর দিয়ে যায়। এতে তার মাথা ফেটে মগজ বের হয়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি নিয়ে চালক পালিয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

(ঢাকাটাইমস/২২মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাবিপ্রবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল শিক্ষার্থীরা
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা