জননিরাপত্তা বিভাগের সচিব হলেন জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৪, ২১:৪৯| আপডেট : ২১ মে ২০২৪, ২২:০৮
অ- অ+

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নতুন সচিব হলেন মো. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জাহাঙ্গীর আলম সদ্য অবসরে যাওয়া সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তাতে বলা হয়েছে, নির্বাচন সচিবালয়ে কর্মরত সচিব মো. জাহাঙ্গীর আলমকে জননিরাপত্তা বিভাগের সচিব করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জাহাঙ্গীর আলম ২০২২ সালের ২৭ অক্টোবর সচিব পদে পদোন্নতি পান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য হিসেবে তিনি ১৯৯৪ সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলায় যোগদান করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। জাহাঙ্গীর আলম ১৯৮৪ সালে যশোর বোর্ড থেকে এসএসসি, ১৯৮৬ সালে ঢাকা বোর্ড হতে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

(ঢাকাটাইমস/২১মে/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
মির্জাপুরে উদ্ধার হওয়া গরু ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা চাইলেন এসআই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা