শৈলকুপায় মুন্না এবং হরিণাকুণ্ডুতে টিপু মল্লিক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে চেয়ারম্যান পদে মোস্তফা আরিফ রেজা মুন্না এবং হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম টিপু মল্লিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শৈলকুপা উপজেলায় মোস্তফা আরিফ রেজা মুন্না (মোটর সাইকেল) প্রতীকে ৭৩ হাজার ৬৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শামীম হোসেন (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৮৮০ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জাহিদুন্নবী (চশমা) প্রতীকে ৭৫ হাজার ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাকিল আহম্মেদ (তালা) প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৯০২ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা নাসরিন লিপি (হাঁস) প্রতীকে ৭৩ হাজর ৬৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাফেজা খাতুন (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ৬১ ভোট।
অপর দিকে হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম টিপু মল্লিক (আনারস) প্রতীকে ৩৪ হাজার ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিনুর রহমান রিন্টু (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৯৭২ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাজেদুল ইসলাম (চশমা) প্রতীকে ৩৪ হাজার ৯২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাফেদুল হক সুমন (টিয়াপাখি) প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৪৫৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার (ফুটবল) প্রতীকে ৫৭ হাজার ৯২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুচিত্রা রানী সাধুখাঁ (হাঁস) প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪০০ ভোট।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
(ঢাকা টাইমস/২২মে/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন