অবসরে গেলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৪, ২৩:০৮| আপডেট : ২২ মে ২০২৪, ০১:০৪
অ- অ+

সরকারি চাকরি থেকে অবসরে গেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানের অবসর আগামী ২৫ মে থেকে কার্যকর হবে। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর (ছুটিকালীন) সুবিধাদি পাবেন।

প্রজ্ঞাপন

মোস্তাফিজুর রহমান ১৯৬৪ খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি সিলেট ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ২০২৩ সালের ২ এপ্রিল তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হন। একই বছরের ২৪ মে তিনি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান এবং একই বিভাগের সিনিয়র সচিব হিসেবে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। যার মেয়াদ শেষ হবে ২৪ মে।

এদিন পৃথক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিমকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনে পদায়ন করা হয়।

(ঢাকাটাইমস/২১মে/এসএস/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সড়ক দুর্ঘটনায় সখীপুরের জামায়াত নেতার মৃত্যু
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা