বগুড়ার তিন উপজেলায় চেয়ারম‌্যান হলেন যারা

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০২৪, ১১:২৩

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদীর বাবা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। তিনি আনারস প্রতীকে ৩৯ হাজার ৮৩২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ১২৮ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু (টিউবওয়েল প্রতীকে) ৩৮ হাজার ৪০১ পেয়ে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা (হাঁস প্রতীকে) ৩৩ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ উপজেলায় মোট ভোটার এক লাখ ৭২ হাজার ৪৯০। বৈধ ভোট ৭৮ হাজার ২৩১। ভোটের হার ৪৫ দশমিক ৩৫ শতাংশ। সিরাজুল ইসলাম খান রাজু ইতঃপূর্বে দুই মেয়াদে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার রাতে বেসরকারিভাবে ঘোষিত এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ।

দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব (মোটরসাইকেল)। তিনি ৩৭ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল হক প্রামানিক আনারস প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪২৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে দুপচাঁচিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার (তালা) ২৭ হাজার ৬৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বক্কর সিদ্দিক আলম (টিউবওয়েল) পেয়েছেন ২৭ হাজার ২৫৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহমিদা আক্তার হাঁস প্রতীকে ২৯ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাতিজা আক্তার রিতা প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮৫১।

এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৬ হাজার ৩৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ১২৬, মহিলা ভোটার ৭৮ হাজার ২৪৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার একজন। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি তাদের বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়ার কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ৩৮ হাজার ৩৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এবার দিয়ে তিনি দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মান্নান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৪৬ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. আছমা বেগম প্রজাপতি প্রতীক নিয়ে ৪৭ হাজার ৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. রওশন আক্তার কলস প্রতীকে ২৬ হাজার ৭৩ ভোট পেয়েছেন।

সাধারণ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্ল্যাহ আল মাসুদ সুমন (টিউবওয়েল) প্রতীকে ৩৪ হাজার ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. রশিদ লালু (তালা) প্রতীকে ১৪ হাজার ৯৯৩ ভোট পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোছা. মেরিনা আফরোজ।

(ঢাকা টাইমস/২২মে/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :