লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে অবিক্রিত লিটন-মুশফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৪, ১৫:১৬
অ- অ+

চলছে লঙ্কান প্রিমিয়ার লিগের ৫ম আসরের খেলোয়াড় নিলাম। যেখানে দল পেয়েছেন তাসকিন আহমেদ। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তিনি। অপরদিকে নিলামে অবিক্রীত রয়েছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে মোস্তাফিজুর রহমানকে আইকন হিসেবে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স।

লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লিটন দাসের। ৩০ হাজার ডলারে নাম উঠেছিল লিটনের। তবে বাংলাদেশের এই উইকেটরক্ষককে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই। বিরতির ঠিক আগে ৫০ হাজার ইউএস ডলারে নাম ওঠে মুশফিকুর রহিমের। তবে অভিজ্ঞ এই ক্রিকেটারের দিকেও আগ্রহ ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজির।

বাংলাদেশ থেকে এবারের নিলামে আগ্রহ দেখানোর তালিকায় আছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত এবং তাসকিন আহমেদের মতো তারকারা।

এবারের নিলামে অবশ্য পুরোটা সময়েই বিস্ময় উপহার দিয়েছিল লঙ্কান ফ্র্যাঞ্চাইজিগুলো। পাথুম নিশাঙ্কা, রাসি ভ্যান ডার ডুসেন, মার্টিন গাপটিল কিংবা কুশাল পেরেরার মতো খেলোয়াড়দের জন্য আগ্রহী ছিলেন না কেউই।

তবে জানিথ লিয়ানাগে এবং দুনিথ ভেল্লালাগের মতো অলরাউন্ডারের জন্য লড়াই জমেছিল বেশ। ইব্রাহিম জাদরানও নজর কেড়েছেন। মুস্তাফিজুর রহমানের ডাম্বুলা এখন পর্যন্ত কিনেছে কেবল একজনকেই। ১৪ হাজারে কেবল লাহিরু উদারাকেই দলে টেনেছে তারা।

(ঢাকাটাইমস/২১মে/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা