সখীপুরে অনাস্থা দেওয়া ৯ মেম্বারের বিরুদ্ধে চেয়ারম্যানের চাঁদাবাজি মামলা

সখীপুর (টাঙ্গাইল), প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৪, ২১:১৩| আপডেট : ২১ মে ২০২৪, ২১:২০
অ- অ+
ইউপি চেয়ারম্যান জামাল হোসেন, ছবি: সংগৃহীত।

টাঙ্গাইলের সখীপুরে কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেওয়া সেই নয় মেম্বারসহ ১৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন চেয়ারম্যান জামাল হোসেন।

সোমবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, অনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারি কাজের বরাদ্দকৃত টাকা, গম ও চাউল আত্মসাৎ করার প্রস্তাব করায় চেয়ারম্যান সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যরা পরস্পরের যোগসাজশে চেয়ারম্যানের ক্ষতি করার চেষ্টা করে। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যরা চেয়ারম্যান জামাল হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিষদের জরুরি কাগজপত্র লুটপাট করেন ।

জানা যায়, ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র মানুষকে বিদেশ পাঠানোর নাম করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান জামাল হোসেন। কিন্তু তাদেরকে বিদেশ পাঠাতে পারেননি। এমনকি তাদের টাকাও ফেরত দিচ্ছে না। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১৫ মে (বুধবার) চেয়ারম্যানকে দীর্ঘ সময় ধরে তার কক্ষে তালাবদ্ধ করে রাখে ভুক্তভোগীরা।

খবর পেয়ে পুলিশ এসে চেয়ারম্যান জামাল হোসেনকে উদ্ধার করে। পরে চেয়ারম্যান ও তার ছেলে আলমগীর হোসেন চান ২২ মে (বুধবার) ভুক্তভোগীদের টাকা এবং পাসপোর্ট ফেরত দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার দুদিন আগে আদালতে এ মামলা করেন তিনি।

এ বিষয়ে ইউপি সদস্যদের পক্ষে মামুন শিকদার বলেন, চেয়ারম্যান মহোদয় মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে সত্যকে গোপন রাখতে পারবে না। বরং সেই আমাদের নয়জন ইউপি সদস্যসহ এ ইউনিয়নের ৭০ জনের কাছ থেকে বিদেশে পাঠানোর নামে বিভিন্ন পরিমাণে টাকা আত্মসাৎ করেছে। সেজন্য আমরা তার বিরুদ্ধে অনাস্থা দিয়েছি। উল্লেখ, গত (২ মে) বৃহস্পতিবার কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয়দের ও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ, ইউপি সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, পরিষদে চেয়ারম্যানের ছেলে আলমগীর হোসেন চান কর্তৃক প্রভাব বিস্তার ও ইউপি সদস্যদের প্রতি হুমকিসহ মোট ১০টি অভিযোগ উল্লেখ করে ৯ ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন।

(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনের গহিনে আগুন জ্বলছে, ছড়ানো রোধে কাটা হচ্ছে ফায়ার লাইন
চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মাছ ধরতে গিয়ে বিকল 'এম ভি মালেক শাহ'র ৮ জন জেলে জীবিত উদ্ধার 
ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখায় হাফেজে কুরআন সংবর্ধনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা