বালিয়াকান্দিতে এহসানুল চেয়ারম্যান নির্বাচিত, ভাইস চেয়ারম্যান মনির

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৪, ২৩:২৭| আপডেট : ২২ মে ২০২৪, ১৫:১০
অ- অ+

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম ওরফে সাধন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঘোষিত ফলাফলে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম।

ঘোষিত ফলাফলে এহ্সানুল হাকিম পেয়েছেন ৪২ হাজার ৬৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবুল কালাম আজাদ। তিনি পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ৩১ হাজার ৪৮০ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন মো. মনিরুজ্জামান মনির।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৫ হাজার ৭৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন হাঁস প্রতীকের প্রার্থী খোদেজা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মৌসুমী আক্তার। ফুটবল প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ১৬০ ভোট।

(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে যুক্তরাষ্ট্র: কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিক
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা